ইউজিসি-র সপ্তম বেতন-ক্রম ঘোষণা হয়েছে আগেই। তা কার্যকর হয়েছে ১ জানুয়ারি ২০২০ সাল থেকে। কিন্তু বকেয়া দেওয়া নিয়ে এখনও বিতর্ক আছে। আর এই বকেয়া বেতন নিয়ে সেরকম সদুত্তর এখনও পাওয়া যায় নি।
সম্প্রতি এক সভায় সংগঠনের সদস্যরাও শিক্ষামন্ত্রীর কাছে এই বকেয়া অর্থ দেওয়া নিয়ে প্রশ্ন করেন। কিন্তু ওই টাকা যে সরকার এখনই দিতে পারবে না, তা প্রায় স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ১৮০০ কোটি টাকা লাগবে এই বকেয়া মেটাতে।
যদিও এর পরে রাজ্য সরকারের শিক্ষক সংগঠনের মধ্যে বকেয়া বেতন অসন্তোষ দেখা দেয়। আর এবার তৃণমূল প্রভাবিত সংগঠনের এক গুরুত্বপূর্ণ নেতা সরকারি কর্মীদের ৪৮ মাসের বকেয়া বেতনের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম আহ্বায়ক তপন গড়াই সরকারি কর্মচারীদের বকেয়া বেতন নিয়ে উদ্যোগ নেন বলে জানা গিয়েছে। পরিবহণ ও সেচ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য।
দলের তরফে সরকারি কর্মীদের সংগঠন দেখভালের দায়িত্ব এখন শুভেন্দু-বাবুর।
ফেডারেশনের কোর কমিটির সদস্যদের সঙ্গে তিনি নিয়মিত বৈঠক করেন। আগামী ৮ জানুয়ারি এই বকেয়া বেতন নিয়ে বৈঠক হতে পারে। আর ওই বৈঠকে এই বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। আর ওই বৈঠকের পরে বোঝা যাবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দেওয়া নিয়ে সরকার কি ভাবছে।
যদিও এর পরে রাজ্য সরকারের শিক্ষক সংগঠনের মধ্যে বকেয়া বেতন অসন্তোষ দেখা দেয়। আর এবার তৃণমূল প্রভাবিত সংগঠনের এক গুরুত্বপূর্ণ নেতা সরকারি কর্মীদের ৪৮ মাসের বকেয়া বেতনের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম আহ্বায়ক তপন গড়াই সরকারি কর্মচারীদের বকেয়া বেতন নিয়ে উদ্যোগ নেন বলে জানা গিয়েছে। পরিবহণ ও সেচ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য।
দলের তরফে সরকারি কর্মীদের সংগঠন দেখভালের দায়িত্ব এখন শুভেন্দু-বাবুর।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন