রাজ্যের প্রাথমিক শিক্ষকদের নয়া বেতন চালু হয়েছে গত বছরের শেষদিকে। যদিও তারপরে মুখ্যমন্ত্রী ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করেন। যা কার্যকর হচ্ছে চলতি জানুয়ারি থেকে। কিন্তু ২০১৬ সাল থেকে বকেয়া না দিলেও সেই সময় থেকে এই নয়া বেতন কাঠামোর নোশনাল এফেক্ট দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা ভীমসেন বিসওয়াল বলেন, গ্রেড-পে বৃদ্ধি করা হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানাই। তবে তার নোশনাল এফেক্ট ২০১৬ সালের আগস্ট মাস থেকে দিতে হবে। আর সেটা না পেলে ১ লক্ষ ৮০ হাজার প্রাথমিক শিক্ষক আর্থিক লোকসানের মুখে পড়বেন।
Loading...
অপরদিকে, আরও একটি বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে। তা হল, শিক্ষকদের রোপার যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আগে যে অতিরিক্ত ২০০ টাকা দেওয়া হতো, তা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। এমন বৈষম্যমূলক আচরণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষকদের একাংশ মধ্যে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন