রাস্তায় নেমে সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তার পরেও দেশের অন্যতম কুলীন পরীক্ষা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ প্রথম দশে জায়গা পেল কলকাতার এই ছেলে।
শনিবার ক্যাটের ফল প্রকাশিত হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবর্ষি চন্দ নাগরিকত্ব সংশোধনী আইন ও জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে কলকাতায় লাগাতার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সম্প্রতি শহিদ মিনার থেকে রাজ্য বিজেপি অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলে হেঁটেছিল দেবর্ষি।
শিক্ষামহলে অনেকে মনে করেন প্রতিবাদ আন্দোলন বা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েল কেরিয়ারের ক্ষতি হয়। পরীক্ষার ফল খারাপ হওয়ার ভয়ে অনেক পড়ুয়া রাস্তায় নামতে ভয় পায়। এই ধারণা যে ভুল, তা প্রমাণ করল দেবর্ষি। যাদবপুরে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন মেধাবী এই ছাত্রটি।
রহড়া রামকৃষ্ণ মিশনে স্কুলজীবন শেষ করেই যাদবপুরে চলে আসেন দেবর্ষি। এখন তিনি 'এনার্জি স্টাডিজ' বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। গত বছরও ক্যাটে ভাল ফল করেছিল। আইআইএম কলকাতায় এমবিএ পড়ার সুযোগ পান। তবে সেখানে ভর্তি হননি। এমবিএ পড়ার চেয়ে গবেষণা করাই তাঁর লক্ষ্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবর্ষি চন্দ নাগরিকত্ব সংশোধনী আইন ও জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে কলকাতায় লাগাতার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সম্প্রতি শহিদ মিনার থেকে রাজ্য বিজেপি অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলে হেঁটেছিল দেবর্ষি।
Loading...
রহড়া রামকৃষ্ণ মিশনে স্কুলজীবন শেষ করেই যাদবপুরে চলে আসেন দেবর্ষি। এখন তিনি 'এনার্জি স্টাডিজ' বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। গত বছরও ক্যাটে ভাল ফল করেছিল। আইআইএম কলকাতায় এমবিএ পড়ার সুযোগ পান। তবে সেখানে ভর্তি হননি। এমবিএ পড়ার চেয়ে গবেষণা করাই তাঁর লক্ষ্য।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন