চলতি মাসের ৯ তারিখ শুনানির পর ফের পিছিয়ে যায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি। এর ফলে নতুন বছরে প্রথম মাসে মিলবে না বকেয়া মহার্ঘ ভাতা। রাজ্য সরকারের তরফে ওই দিন স্যাটের রায় পুনর্বিবেচনা করার কারণ উল্লেখ করে।
কিশোর দত্ত বলেন, "রাজ্য কীভাবে ডিএ দেবে তা ঠিক করার এক্তিয়ার কি আদৌ স্যাট-এর আছে ?" অপরদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী সরদার আমজাদ আলি বলেন, "বিষয়টি নিষ্পত্তির জন্য স্যাট-এ ফেরত পাঠিয়েছে আদালত। এর থেকে স্পষ্ট এক্তিয়ার নিয়ে আর কোনও প্রশ্ন নেই। আসলে রাজ্য এসব করে দেরি করতে চাইছে।" বিপক্ষের আইনজীবীর সওয়ালের প্রেক্ষিতে কিশোর দত্ত ফের বলেন, "তামিলনাডু সরকারসহ আরও বেশ কয়েকটি মামলায় ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
এর আগে স্যাট-এ যখন মামলার বিচার চলছিল তখন সেই সমস্ত রায়ের কথা উল্লেখ করার বা তা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি রাজ্যকে।" রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী আমজাদ আলি বলেন, "এই মামলা যখন বিচারাধীন ছিল তখন রাজ্যের তরফে এজি এই সমস্ত রায়ের উল্লেখ করেছেন। সেই সমস্ত রায় খতিয়ে দেখা হয়েছে। আর সেই কারণে ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছিল হাইকোর্ট। তাই রাজ্য এখন ডিএ প্রদানের বিষয়টিকে শুধু শুধু বিলম্বিত করতে চাইছে।"
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন