নাগরিকপঞ্জী, নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে বাম ও বিরোধীদের ডাকা ভারত বনধের বেশ ভালই প্রভাব পড়েছে এই রাজ্যে। রেললাইনে বসে, ওভারহেড তারে কলাপাতা ফেলে বহু জায়াগায় থামিয়ে দেওয়া হয় ট্রেন।
শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করেন বনধ সমর্থকরা।
সকালেই বেলঘরিয়ায় রেললাইন আটকে দেয় বনধ সমর্থকরা। অবরোধ করা হয় ইছাপুর, শ্যামনগর, হৃদয়পুর, কাঁচড়াপাড়াতেও। চুঁচুড়ায় লাইনে কলাকপাতা ফেলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরেও বনধের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। অবরোধের কারণে এদিন প্রায় ফাঁকা জয়নগর রেল স্টেশন। গাড়ি চলাচল প্রায় বন্ধ।
এর পরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বনধ সমর্থকরা অবরোধ করেন যাদবপুর স্টেশন।
আগরপাড়া ও মধ্যগ্রামে অবরোধের কারণে শিয়ালদহ থেকে সাতটা পর্যন্ত ট্রেন ছাড়েনি।
পূর্ব রেলও দক্ষিণপূর্ব রেলে দফায় দফায় অবরোধের জেরে সকাল নাগাদ একেবারেই ফাঁকা হাওড়া স্টেশন। বর্ধমান কর্ড ও অন্যান্য জায়াগায় অবরোধের কারণে হাওড়ায় কোনও ট্রেন ঢুকতে পারেনি। চুঁচুড়া ও হুগলি স্টেশনের মধ্যে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। লাইনে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
সকালেই বেলঘরিয়ায় রেললাইন আটকে দেয় বনধ সমর্থকরা। অবরোধ করা হয় ইছাপুর, শ্যামনগর, হৃদয়পুর, কাঁচড়াপাড়াতেও। চুঁচুড়ায় লাইনে কলাকপাতা ফেলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরেও বনধের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। অবরোধের কারণে এদিন প্রায় ফাঁকা জয়নগর রেল স্টেশন। গাড়ি চলাচল প্রায় বন্ধ।
এর পরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বনধ সমর্থকরা অবরোধ করেন যাদবপুর স্টেশন।
Loading...
পূর্ব রেলও দক্ষিণপূর্ব রেলে দফায় দফায় অবরোধের জেরে সকাল নাগাদ একেবারেই ফাঁকা হাওড়া স্টেশন। বর্ধমান কর্ড ও অন্যান্য জায়াগায় অবরোধের কারণে হাওড়ায় কোনও ট্রেন ঢুকতে পারেনি। চুঁচুড়া ও হুগলি স্টেশনের মধ্যে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। লাইনে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন