শুক্রবার রাতে শেক্সপিয়ার এলাকার একটি পানশালায় যান সুরেশ রায় নামে এক ব্যক্তি। সুরেশ বাবুর অভিযোগ বন্ধুর কথা শুনে গিয়ে দেখতে পান অনুপম হাজরাকে। তিনি বিজেপি নেতাকে চেনেন, পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান সুরেশ।
বিভিন্ন কথার মধ্যে অনুপম হাজরার সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেন। পরে ছবি তুলতে রাজি হলেও হঠাৎ মারধর শুরু করেন অনুপম হাজরা। এর পরে তার হাতে থাকা মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওই ব্যক্তির। সুরেশ রায়কে বিজেপি নেতার সঙ্গে থাকা ব্যক্তিরা ক্রমাগত হুমকি দেন, পরে সুরেশের গলায় থাকা সোনার চেন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ জানান। এর পরে অন্য মহিলা বন্ধুদের শ্লীলতাহানি করা হয় বলে জানান সুরেশ।
এর পরে রাতে পানশালা থেকে বেরতে গিয়ে তার গাড়ির উপরও হামলা করেন অনুপমের লোকজন। এই ঘটনার পর সুরেশ বাবু শেক্সপিয়ার থানায় গিয়ে পুরো বিষয়টি জানানোর পরেই অভিযোগের ভিত্তিতে অনেকগুলো ধারা রুজু করে মামলা দায়ের করা হয়। সূত্রের খবর, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন