বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল। গুলির দাওয়াই গুলি বলেই তোপ দাগলেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্র সরকারের।"
অনুব্রতর এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে গোটা দেশজুড়ে চলেছে প্রতিবাদ। প্রতিবাদীদের সামলাতে পুলিশকে গুলি পর্যন্ত চালাতে হয়েছে। পুলিশের গুলিতে অসম ও উত্তরপ্রদেশে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।
এই প্রসঙ্গেই নদিয়ার রানাঘাটে একটি সভায় দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, "অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে। অনেকের তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে।" পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে বলেও মন্তব্য করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে গোটা দেশজুড়ে চলেছে প্রতিবাদ। প্রতিবাদীদের সামলাতে পুলিশকে গুলি পর্যন্ত চালাতে হয়েছে। পুলিশের গুলিতে অসম ও উত্তরপ্রদেশে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।
এই প্রসঙ্গেই নদিয়ার রানাঘাটে একটি সভায় দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন