কংগ্রেস যতই বিরোধিতা করুক পাকিস্তানের সমস্ত সংখ্যালঘুদের পাশেই থাকবে মোদী সরকার। পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত থামবে না কেন্দ্রীয় সরকার।
মধ্যপ্রদেশের জবলপুরের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন , নিয়ে এমন মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ জবলপুরে নাগরিকত্ব সংশোধনী আইন , ২০১৯ এর সমর্থনে সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। ওই সভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাগরিকত্ব সংশোধনী আইন , ২০১৯ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। সভা থেকে রাহুল, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহ। তিনি বলেন, ক্ষমতা থাকলে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটা ধারা খুঁজে দেখাক, তার পরে বলবেন।
এই আইনে এমন কোনও ধারা নেই। যেখানে বলা হয়েছে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়, এবছরের ১০ জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯, কার্যকর হয়েছে। এই আইনের বলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।
আজ জবলপুরে নাগরিকত্ব সংশোধনী আইন , ২০১৯ এর সমর্থনে সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। ওই সভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাগরিকত্ব সংশোধনী আইন , ২০১৯ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। সভা থেকে রাহুল, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহ। তিনি বলেন, ক্ষমতা থাকলে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটা ধারা খুঁজে দেখাক, তার পরে বলবেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন