ফের উত্তেজনা যাদবপুরে। JNU-র প্রতিবাদে র্যালি ঘিরে উত্তেজনা যাদবপুরের সুলেখা মোড়ে। মুখোমুখি সিপিআই(এম)-বিজেপির মিছিল।
মিছিল পাল্টা মিছিলে উত্তেজনা ছড়ায় সুলেখা মোড়ে। সুলেখা মোড়ে ২টি মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া সমর্থকরা।
সুলেখা মোড়ে মুখোমুখি বিজেপি ও যাদবপুরের পড়ুয়ারা। দু-পক্ষের মধ্যে প্রথমে বচসা শুর হয়। পরে হাতাহাতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পড়ুয়াদের উপর পুলিশের বেধড়ক লাঠি। লাঠির আঘাতে অনেক আহত হয়।
সোমবার ৩ মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। সন্ধেয়, মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে সুলেখা মোড়।
সিএএ ও এনআরসি-র সমর্থনে বাঘাযতীন থেকে যাদবপুরের দিকে এগোতে থাকে বিজেপির মিছিল। অপরদিকে JNU-এ হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে বাঘাযতীনের দিকে এগোয় যাদবপুরের পড়ুয়াদের মিছিল। পথে নামে বামেরাও। ৮ তারিখ সাধারণ ধর্মঘটের সমর্থন সুকান্ত সেতু হয়ে যাদবপুরের দিকে এগোয় তাদের মিছিল। এই তিন মিছিলকেই আটকে দেয় পুলিশ। তখন বিজেপি ও যাদবপুরের পড়ুয়ারা একেবারে মুখোমুখি। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তার পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
সুলেখা মোড়ে মুখোমুখি বিজেপি ও যাদবপুরের পড়ুয়ারা। দু-পক্ষের মধ্যে প্রথমে বচসা শুর হয়। পরে হাতাহাতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পড়ুয়াদের উপর পুলিশের বেধড়ক লাঠি। লাঠির আঘাতে অনেক আহত হয়।
সোমবার ৩ মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। সন্ধেয়, মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে সুলেখা মোড়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন