উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্কর প্রেমের খবর এখন প্রকাশ্যে।
তবে নেহার সঙ্গে ছেলে আদিত্যর প্রেম ও বিয়ের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ নিজেই।
যদিও এখন ইন্ডিয়ান আইডল ১১ -এর সঞ্চলনা করছেন আদিত্য নারায়ণ। যে শোয়ে বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। কিছুদিন আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ ও তাঁর স্ত্রী দীপা নারায়ণ।
ওই শোয়ে এসে উদিত নারায়ণ বলেন, ইন্ডিয়ান আইডল শোটি এবার তাঁর আরও একটি বিশেষ কারণে ভালো লাগছে, কারণ এই শোয়ের বিচারক নেহা তাঁর পুত্রবধূ হতে চলেছেন। এমনকি নেহাকে পুত্রবধূ হিসাবে মেনে নেন উদিত নারায়ণের স্ত্রী দীপাও।
যদিও এখন ইন্ডিয়ান আইডল ১১ -এর সঞ্চলনা করছেন আদিত্য নারায়ণ। যে শোয়ে বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। কিছুদিন আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ ও তাঁর স্ত্রী দীপা নারায়ণ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন