রাজ্যে ডেঙ্গুতে এখনও পর্যন্ত ২৭ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৪৪,১৫৮ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় এই তথ্য দিয়েছেন। বলেন, যত না ডেঙ্গু নিয়ে বিরোধীরা কথা বলছেন, তার থেকে বেশি মানুষকে ভয় দেখান হচ্ছে।
অপপ্রচার চলছে এখানে। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে ৫১ হাজার মানুষ ডেঙ্গু নিয়ে সচেতনতার কাজ করছেন। অনেক টাকা খরচ করছে সরকার। তাঁর কথায়, ডেঙ্গুর লার্ভা কি আমরা আমদানি করেছি, নাকি সিপিআই(এম), কংগ্রেস করেছে। এর আগে ৩৪ বছর বামেরা ক্ষমতায় ছিল। তখন কত লোক মারা গিয়েছে সেটা জানা দরকার। এখন তিন হাজার ডাক্তার, ৪ হাজার নার্স ডেঙ্গু মোকাবিলায় কাজ করছেন। তাঁর আবেদন, ডেঙ্গু নিয়ে রাজনীতি করবেন না। শিলিগুড়িতে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। ওখানের মেয়র তাই বড় বড় ভাষণ দিচ্ছেন। তিনি জানান, শীত পড়লেই ডেঙ্গুর সংক্রমণ কমে যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন