নজিরবিহীন ঘটনা। এবার ২ দিনের জন্য স্থগিত হয়ে গেল বিধানসভার অধিবেশন। এই ঘটনায় এবার সরব হলেন বিরোধীরা। বিধানসভা থেকে কয়েকটি বিল যায় রাজভবনে। সেই বিল সই হয়ে আসেনি বলে খবর ছড়িয়ে পড়ে। আর বিল না আসায় অধিবেশন স্থগিত করা হয়েছে।
যে কারণে বুধ ও বৃহস্পতিবার রাজ্য সভার অধিবেশন স্থগিত রাখা হয়। এরপরেই অধিবেশন বন্ধ করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন করেন, এটা হাউস চলছে নাকি গোয়ালঘর? তার পরেই তিনি বলেন, বিল পাওয়া না গেলেও বিধানসভা বন্ধ করা যায় না। তিনি এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন