রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একাধিক পরীক্ষা আটকে আছে। সেই সব পরীক্ষা কবে আবার শুরু হবে তা নিয়ে প্রশ্ন আছে। বহু পরীক্ষা মামলার কারণে বন্ধ। সম্ভবত উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে সব থেকে বেশি মামলা হয়েছে আদালতে।
আর সেই কারণে আপারের নিয়োগ আটকে আছে। আর ওই সব মামলার জট কাটিয়ে কবে উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে তা এখন বলা সম্ভব নয়।
সম্প্রতি উচ্চ প্রাথমিক দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ধর্না কর্মসূচীর অনুমতি ও দুর্নীতির বিরুদ্ধে করা মামলা মাননীয় বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চে শুনানি হয়। মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা গ্রহণের নির্দেশ দেন। এটা ঠিক, এর ফলে আপারের নিয়োগ ভবিষ্যৎ আরও আইনি জালে জড়িয়ে গেল। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে আপার নিয়ে ১৩ টার বেশি গুরুত্বপূর্ণ মামলা ঝুলছে আদালতে, সেখানে এই জনস্বার্থে মামলা করার কি খুব দরকার ছিল। যাঁরা এই মামলা করলেন তাদের প্রকৃত উদ্দেশ নিয়েও পরীক্ষার্থীদের একটা অংশের মনে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন করে এই মামলার ফলে আপারের নিয়োগে স্বচ্ছতা ফিরবে কি? বরঞ্চ এই মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও দেরি হয়ে যাবে। তার দায় কে নেবে? তাহলে কেন এই মামলা?
পরীক্ষার্থীদের একটা অংশ মনে করছেন এতে লাভ হল কমিশনের। এবার কমিশন বলতে পারবে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। আর তার দায় পুরোটাই পড়বে মামলাকারীদের ঘাড়ে।
সম্প্রতি উচ্চ প্রাথমিক দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ধর্না কর্মসূচীর অনুমতি ও দুর্নীতির বিরুদ্ধে করা মামলা মাননীয় বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চে শুনানি হয়। মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা গ্রহণের নির্দেশ দেন। এটা ঠিক, এর ফলে আপারের নিয়োগ ভবিষ্যৎ আরও আইনি জালে জড়িয়ে গেল। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে আপার নিয়ে ১৩ টার বেশি গুরুত্বপূর্ণ মামলা ঝুলছে আদালতে, সেখানে এই জনস্বার্থে মামলা করার কি খুব দরকার ছিল। যাঁরা এই মামলা করলেন তাদের প্রকৃত উদ্দেশ নিয়েও পরীক্ষার্থীদের একটা অংশের মনে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন করে এই মামলার ফলে আপারের নিয়োগে স্বচ্ছতা ফিরবে কি? বরঞ্চ এই মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও দেরি হয়ে যাবে। তার দায় কে নেবে? তাহলে কেন এই মামলা?
পরীক্ষার্থীদের একটা অংশ মনে করছেন এতে লাভ হল কমিশনের। এবার কমিশন বলতে পারবে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। আর তার দায় পুরোটাই পড়বে মামলাকারীদের ঘাড়ে।
আপনার বাবা দূর্নীতি করে চাকরী করবে আর আমি লঙ্কা চুষবো।
উত্তরমুছুন