হিন্দুত্বের পথেই চলবেন! সাফ জানালেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন বক্তব্য রাখতে উঠে এই মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, 'দেবেন্দ্র ফড়ণবিস আমার খুব ভাল বন্ধু।
আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। আগামীতেও সেই বন্ধুত্ব বজায় থাকবে। আর হিন্দুত্বের নীতিতে এখনও আমি বিশ্বাস করি। কোনও অবস্থাতেই তা থেকে সরে আসছি না। গত পাঁচ বছর সরকারে থাকাকালীনও জোট শরিককে ঠকাইনি। আজ মুখ্যমন্ত্রী হিসেবেও নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। কারণ, অতীতে যাঁরা বিরোধিতা করতেন তাঁরা আজ আমার সঙ্গে। আর সেসময় যাঁরা শরিক ছিলেন তাঁরা আজ বিরোধী শিবিরে। কাউকে কোনওদিন এই জায়গায় আসার কথা বলিনি। কিন্তু, তারপরও আমি এখানে।'
বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, 'দেবেন্দ্র ফড়ণবিস আমার খুব ভাল বন্ধু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন