পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের জের বেশ চাপে রাজ্য সরকার। আর সামনেই বিধানসভা নির্বাচন। সবকিছু মাথায় রেখে সাবধানে এগুতে চাইছে সরকার। আর তাই ফের চালু করা হতে পারে ইনক্রিমেন্ট। বাড়ানো হতে পারে গ্র্যাচুইটির পরিমাণ। এই প্রস্তাব ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে প্রস্তাব রাজ্যে অর্থ দফতরে পাঠানো হয়েছে। আর সেই সব নিয়ে আলোচনার জন্য শিক্ষামন্ত্রী বুধবার পার্শ্বশিক্ষকদের সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন।
প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে পার্শ্বশিক্ষকেরা অনশন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের কাছেই। প্রথম দিকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানোর অনুমতি না পেলেও পরে হাইকোর্টের অনুমতি নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন তারা। তাদের দাবি একটি নির্দিষ্ট বেতন কাঠামো। বেতন কাঠামোর পাশাপাশি তাদের ইনক্রিমেন্ট চালু করা, গ্র্যাচুইটি বাড়ানো সহ বেশ কয়েক দফা দাবি রয়েছে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে সর্বশিক্ষা মিশনের অধিকর্তা পার্শ্বশিক্ষকদের শোকজের নির্দেশ দিয়েছিলেন জেলার এডুকেশন অফিসারদের। এমনকি অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শোকজেরও ভয় দেখান হয়েছে।
সূত্রের খবর, ইনক্রিমেন্টের প্রস্তাব পার্শ্বশিক্ষকদের সামনে রাখবেন শিক্ষা মন্ত্রী। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের অর্থ দফতরকে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। তিন সপ্তাহ আগের পাঠানো প্রস্তাব ফের দেখার জন্য অর্থ দফতরকে অনুরোধ জানিয়েছেন স্কুল শিক্ষা দফতরের সচিব। শেষ তিন বছর ধরে পার্শ্ব শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। শুধু তাই নয় গ্র্যাচুইটি তারা এতদিন পেতেন অবসর নেওয়ার পর ১ লক্ষ টাকা । বুধবারের বৈঠকের পর তা বাড়ানোর প্রস্তাব দিতে পারেন শিক্ষামন্ত্রী।
সূত্রের খবর, ইনক্রিমেন্টের প্রস্তাব পার্শ্বশিক্ষকদের সামনে রাখবেন শিক্ষা মন্ত্রী। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের অর্থ দফতরকে সেই প্রস্তাব পাঠানো হয়েছে। তিন সপ্তাহ আগের পাঠানো প্রস্তাব ফের দেখার জন্য অর্থ দফতরকে অনুরোধ জানিয়েছেন স্কুল শিক্ষা দফতরের সচিব। শেষ তিন বছর ধরে পার্শ্ব শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। শুধু তাই নয় গ্র্যাচুইটি তারা এতদিন পেতেন অবসর নেওয়ার পর ১ লক্ষ টাকা । বুধবারের বৈঠকের পর তা বাড়ানোর প্রস্তাব দিতে পারেন শিক্ষামন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন