শিক্ষকদের কার্যত নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিল সরকার। এতদিন ধরে সার্ভিস রেকর্ড বুক ছিল সমস্ত সরকারি কর্মচারীদের। এবারে শিক্ষকদের জন্য সার্ভিস রেকর্ড চালু করতে চলেছে রাজ্য সরকার। গত কাল বিধানসভায় নিজের ঘরে বসে এই সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রাজনৈতিক মহলের মতে, পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে প্রবল চাপে সরকার। আর তাই শিক্ষকদের জন্য সার্ভিস রেকর্ড বুক চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। পার্শ্বশিক্ষকদের আন্দোলনে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার। কঠোর অবস্থান নিয়ে রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। প্রায় ২০ দিন স্কুলে অনুপস্থিত থেকে পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়েও প্রশ্ন তুলছেন পার্থ বাবু। ছাত্ররা স্কুলে বসে আর শিক্ষকেরা রাস্তায় কী ভাবে আন্দোলন করছেন ?শিক্ষামন্ত্রী মনে করছেন সার্ভিস রেকর্ড বুক থাকলে স্কুল ফাঁকি দিয়ে শিক্ষকরা এভাবে লাগাতার আন্দোলন চালাতে ভয় পাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র পার্শ্বশিক্ষক নয়, স্কুল-কলেজের সমস্ত শিক্ষক, অধ্যাপকদের জন্যও চালু হবে সার্ভিস রেকর্ড বুক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন