উপনির্বাচনে তিন কেন্দ্রে বিজেপিকে উড়িয়ে বড় জয় পায় তৃণমূল। আর এর পর থেকে ফের দল বদলের খবর ছড়াতে থাকে রাজনৈতিক মহলে। যদিও এবার তৃণমূল থেকে আর বিজেপিতে নয়, এবার এর উল্টোটাই ঘটতে চলেছে।
এমন খবর পাওয়া গিয়েছে তৃণমূল সূত্রে।
এবার বড়সড় ভাঙনের মুখে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি। তৃণমূলে ফিরতে চাইছেন খোদ বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এর পাশাপাশি শাসকদলে ফেরার জন্য যোগাযোগ করেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল সিং, বাগদার বিধায়ক দুলাল বর এবং বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। ওই সূত্রের দাবি, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা কথা বলেছেন। যদিও, এই সব নেতাদের দলে নেওয়ার ব্যপারে তৃণমূল নেতৃত্ব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। মনে করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময় ফের একবার দলবদল হতে পারে। তবে গোটা বিষয়টা ঝুলে আছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর।
এবার বড়সড় ভাঙনের মুখে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি। তৃণমূলে ফিরতে চাইছেন খোদ বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এর পাশাপাশি শাসকদলে ফেরার জন্য যোগাযোগ করেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল সিং, বাগদার বিধায়ক দুলাল বর এবং বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। ওই সূত্রের দাবি, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা কথা বলেছেন। যদিও, এই সব নেতাদের দলে নেওয়ার ব্যপারে তৃণমূল নেতৃত্ব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। মনে করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময় ফের একবার দলবদল হতে পারে। তবে গোটা বিষয়টা ঝুলে আছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন