দ্রুত শিক্ষক বদলি প্রক্রিয়ার নিয়ম বদল করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। এবার শিক্ষক বদলির গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা হতে পারে।
বদলির আবেদন করা থেকে শুরু করে আবেদন অনুমোদন করার পুরো প্রসেস অনলাইনে করা হবে। বিকাশ ভবন সূত্রের খবর, নতুন বিধিতে খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা। শিক্ষক বদলি প্রক্রিয়া অনলাইনে হয়ে গেলে আবেদন অনুমোদনের পর সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, এখন এই নতুন বিধির খসড়া তৈরি করা হচ্ছে।
গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ বাড়ছে। আমরা শিক্ষা দফতরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে। গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে। আবার অনেক সময় দফতর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া। এর ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর।
গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ বাড়ছে। আমরা শিক্ষা দফতরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে। গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে। আবার অনেক সময় দফতর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া। এর ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন