বর্তমানে দেশের অর্থনীতির হাল খুব একটা ভাল নয়। গত ৬ বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি। উৎপাদনেও দেখা দিয়েছে সমস্যা। ক্রমশ কর্মসংকোচন চলছে। জুলাই থেকে সেপ্টেম্বর, দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন তথা জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশে।
কিন্তু এই রকম খারাপ সময়ের মধ্যেও খুশির খবর। জানা গিয়েছে, ২০২০ সালে ৯.২ শতাংশ হারে ভারতে বেতন বৃদ্ধি হতে পারে। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এই খবর জানিয়েছে কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট। তবে প্রকৃত বেতন বৃদ্ধির হার ততটা হবে না। কারণ হিসাবে তারা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হারও বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধিতে তার বিরূপ প্রভাব পড়বে। সেক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি হবে মাত্র পাঁচ শতাংশ হারে।
আরও বলা হয়েছে, গত বছর বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশের কাছে। এবার তা ০.৮ শতাংশ কমেছে। এর ফলে প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে ৫.১ শতাংশ। এর মূল কারণ, মুদ্রাস্ফীতি। বেতন যে হারে বাড়বে তার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে প্রকৃত মজুরি বৃদ্ধির হিসাব পাওয়া যায়। এই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমাণ এশিয়ার মধ্যে ভারতেই সবচেয়ে বেশি হবে।
আরও বলা হয়েছে, গত বছর বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশের কাছে। এবার তা ০.৮ শতাংশ কমেছে। এর ফলে প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে ৫.১ শতাংশ। এর মূল কারণ, মুদ্রাস্ফীতি। বেতন যে হারে বাড়বে তার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে প্রকৃত মজুরি বৃদ্ধির হিসাব পাওয়া যায়। এই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমাণ এশিয়ার মধ্যে ভারতেই সবচেয়ে বেশি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন