দেশের অর্থনীতি মন্দার কবলেই। মানতে না রাজ দেশের অর্থমন্ত্রী। এই পরিস্থিতি মোকাবিলায় ফের এক দফা সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি–র বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হতেপারে।
যদি তেমনটা হয়, তাহলে এ নিয়ে সুদের হার কমানো হবে পর পর ৬ বার। তবে সুদ কমালেই অর্থনীতির হাল ফিরবে, একথা মনে করেন না বিশেষজ্ঞরা।
গত বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব নেন শক্তিকান্ত দাস। এরপর মোট পাঁচবার বৈঠকে বসেছে এমপিসি। প্রতিবারই সুদের হার কমান হয়েছে। ৫ দফায় কমেছে ১৩৫ পয়েন্ট। যদিও শক্তিকান্ত এর আগে জানিয়েছিলেন, বৃদ্ধির হার না বাড়া পর্যন্ত সুদের হার কমান হবে। তাই বিশেষজ্ঞদের অনুমান, এবারও সুদ ফের কমান হবে।
গত বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব নেন শক্তিকান্ত দাস। এরপর মোট পাঁচবার বৈঠকে বসেছে এমপিসি। প্রতিবারই সুদের হার কমান হয়েছে। ৫ দফায় কমেছে ১৩৫ পয়েন্ট। যদিও শক্তিকান্ত এর আগে জানিয়েছিলেন, বৃদ্ধির হার না বাড়া পর্যন্ত সুদের হার কমান হবে। তাই বিশেষজ্ঞদের অনুমান, এবারও সুদ ফের কমান হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন