সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে আপাতত কোনও স্থগিতাদেশ নয়। এদিন এমনটাই জানাল প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চ। তবে বিতর্কিত আইনটির বিরুদ্ধে পিটিশন নিয়ে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এখনও পর্যন্ত কেন্দ্রের আনা বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে প্রায় ৬০টি পিটিশন জমা পড়েছে আদালতে। সেই মর্মে আজ শুনানি হয় প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে। তিন সদস্যের এই বেঞ্চে প্রধান বিচারপতি বোবদে ছাড়া ছিলেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি বি আর গাভাই। আজ, শুনানি শেষে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আপাতত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী করা নিয়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না।
তবে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই বিষয়ে জবাব দিতে হবে। এর পরে ২২ জানুয়ারি পরবর্তী সময়ে শুনানি হবে। তখন ৬০ টি পিটিশনের একযোগে শুনানি হবে বলেও জানিয়েছে আদালত।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন