রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু বিতর্ক। নিয়োগ নিয়ে বহু বার অনিয়মের অভিযোগ এনেছেন পরীক্ষার্থীরা। অনিয়োমের অভিযোগ জানিয়ে আদালতে বহু মামলা দায়ের হয়েছে। কিন্তু তাতে কোনও গুরুত্ব দেয় নি কমিশন বা রাজ্য সরকার।
বিশেষকরে আপারের মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ। সেখানে অপ্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ দেবার মতন অভিযোগ আছে। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামতে চলেছেন হবু শিক্ষকরা। মূলত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে হবু শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি বলে জানা গিয়েছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "চেয়ারম্যান আমাদের ১০ প্রতিনিধির দেওয়া প্রমাণ ও তথ্যের উপর ভিত্তি করে কার্যত স্বীকার করেন দুর্নীতি হয়েছে।" হবু শিক্ষকদের প্রশ্ন যদি চেয়ারম্যান অনিয়মের অভিযোগ মেনেই নেন, তাহলে তিনি কি ব্যবস্থা নিয়েছেন?
যদিও এই আন্দোলনের অনুমতি দেয় নি রাজ্য প্রশাসন। পরে আদালতের নির্দেশে রাজ্য প্রশাসন এই আন্দোলনের অনুমতি দেয়। মইদুল ইসলাম বলেন,"প্রশাসনের শত চেষ্টা সত্বেও দুর্নীতির বিরুদ্ধে দ্রুততার সাথে যোগ্য প্রার্থীদের রেশিও বজায় রেখে সিট বাড়িয়ে নিয়োগের দাবীতে আমাদের আন্দোলন কর্মসূচী"।
যদিও এই আন্দোলনের অনুমতি দেয় নি রাজ্য প্রশাসন। পরে আদালতের নির্দেশে রাজ্য প্রশাসন এই আন্দোলনের অনুমতি দেয়। মইদুল ইসলাম বলেন,"প্রশাসনের শত চেষ্টা সত্বেও দুর্নীতির বিরুদ্ধে দ্রুততার সাথে যোগ্য প্রার্থীদের রেশিও বজায় রেখে সিট বাড়িয়ে নিয়োগের দাবীতে আমাদের আন্দোলন কর্মসূচী"।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন