উচ্চ প্রাথমিকে নিয়োগ কবে হবে তা এখন বলা খুব কঠিন। এই নিয়োগ নিয়ে মামলার পাহাড় জমেছে আদালতে। এর পাশাপাশি আছে রাজ্য সরকারের অনীহা।
মূলত এই দুই কারণে আপারের নিয়োগ আটকে আছে। আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা নিয়ে বহু অনিয়মের অভিযোগ পরীক্ষার্থীদের। যদিও কমিশন সেই অভিযোগ সেভাবে মানতে না রাজ। মূলত মেধাতালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় এই নিয়োগ প্রক্রিয়া আরও আইনি জালে জড়িয়ে গিয়েছে। আর তার ফল ভুগতে হচ্ছে পরীক্ষার্থীদের। এমনটাই মনে করেন পরীক্ষার্থীদের অনেকেই।
এবার উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে চলতি মাসের ১৬ তারিখ আচার্য সদনের পাশেই বড় ধরনের প্রতিবাদ সভার ডাক দিয়েছে আপারের পরীক্ষার্থীরা। এখন দেখার ওই আন্দোলন কতটা সফল হয়। আর সেই দিকে তাকিয়ে আছেন আপারের মেধাতালিকাতে সুযোগ পাওয়া হবু শিক্ষকরা।
এবার উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে চলতি মাসের ১৬ তারিখ আচার্য সদনের পাশেই বড় ধরনের প্রতিবাদ সভার ডাক দিয়েছে আপারের পরীক্ষার্থীরা। এখন দেখার ওই আন্দোলন কতটা সফল হয়। আর সেই দিকে তাকিয়ে আছেন আপারের মেধাতালিকাতে সুযোগ পাওয়া হবু শিক্ষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন