নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এবার সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গে।
এদিন দুপুর দুটো নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় বিক্ষোভ শুরু কয়েক হাজার প্রতিবাদী। দুপুর দুটো নাগাদ কয়েক হাজার মানুষ উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন। এরপরেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথে। উলুবেড়িয়া স্টেশনে অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রেনের দিকে পাথর ছোঁড়ে বলেও অভিযোগ। বিভিন্ন স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে।
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে উলুবেড়িয়া। কয়েক-হাজার মানুষ এদিন উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক আটকে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের নাগরিক-পঞ্জী বিরোধী স্লোগান দিতে শোনা যায়। জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়।
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে উলুবেড়িয়া। কয়েক-হাজার মানুষ এদিন উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক আটকে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের নাগরিক-পঞ্জী বিরোধী স্লোগান দিতে শোনা যায়। জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন