নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন প্রশান্ত কিশোর। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন দেওয়ায় দলের বিরুদ্ধেই সরব হলেন জেডিইউ ভাইস প্রেসিডেন্ট ও ভোটকৌশলী প্রশান্ত কিশোর।
সোশ্যাল মিডিয়ায় দলের নিন্দায় করলেন তিনি।
টুইটারে প্রশান্ত কিশোর লেখেন, ধর্মের ভিত্তিতে যে বিল তৈরি হয়েছে তাকে পূর্ণ সমর্থন করেছে জিডিইউ। লোকসভায় দলের ওই একি ভূমিকা দেখে তিনি হতাশ। জেডিইউয়ের সংবিধানের প্রথম পাতাতেই ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে। এর পরও দলের নেতারা ওই কাজ করলেন। প্রসঙ্গত, সোমবার লোকসভায় পেশ করা হয় নাগরিকত্ব সংশোধনী বিল। গোটা দিন বিতর্কের পরে মধ্যরাতে লোকভায় পাস হয়ে যায় বিলটি।
টুইটারে প্রশান্ত কিশোর লেখেন, ধর্মের ভিত্তিতে যে বিল তৈরি হয়েছে তাকে পূর্ণ সমর্থন করেছে জিডিইউ। লোকসভায় দলের ওই একি ভূমিকা দেখে তিনি হতাশ। জেডিইউয়ের সংবিধানের প্রথম পাতাতেই ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে। এর পরও দলের নেতারা ওই কাজ করলেন। প্রসঙ্গত, সোমবার লোকসভায় পেশ করা হয় নাগরিকত্ব সংশোধনী বিল। গোটা দিন বিতর্কের পরে মধ্যরাতে লোকভায় পাস হয়ে যায় বিলটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন