স্কুলের পড়ুয়ারা ক্লাসে বসে থাকছে আর শিক্ষকরা রাস্তায় থাকছেন। রাস্তায় বসে বলছেন কোর্টে যাব। কোর্টে গেলে যাবেন। এতে আমার কিছু তো করার নেই। আজ পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গে এমন বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেতন কাঠামো দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন অব্যাহত।
তাঁদের অনশন আজ ২০ দিনে পড়ল। ইতিমধ্যেই অনেক অনশন-কারি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। যত সময় যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা বাড়ছে। পার্শ্বশিক্ষকদের আন্দোলন গড়িয়েছে সংসদ পর্যন্ত। গতকাল আন্দোলনের আঁচ পৌঁছেছে বিধানসভার অন্দরে। কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। স্কুলে অনুপস্থিত থেকে লাগাতার আন্দোলনকে ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী। আজ এ প্রসঙ্গে বিধানসভার প্রবেশদ্বারের বাইরে শিক্ষামন্ত্রী বলেন, "ছাত্ররা ক্লাসে বসে আছে। আর শিক্ষকরা রাস্তায় বসে। সরকারি চাকরি করছেন অথচ ক্লাসে অনুপস্থিত থাকছেন। আমার জানার অধিকার রয়েছে কেন অনুপস্থিত থাকছেন।" এর পরে তিনি আরও বলেন, "কয়েক হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন। প্রায় ৫০ জন ওখানে বসে আছেন। আর সবাই হয়ত এই কারণ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেটাও তো আমাকে জানা দরকার আছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন