শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে বৈঠকে আশ্বস্ত পার্শ্বশিক্ষকরা ২৮ দিনের অনশন তুলে নিয়েছেন গতকাল। বুধবারের পর বৃহস্পতিবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিরা। এরপর অনশন, অবস্থান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা।
তবে মার্চ মাস পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছেন। এর মধ্যে দাবিদাওয়া পূরণ না হলে, আবার আন্দোলন শুরু করবেন বলে জানান হয়েছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে।
ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ এই প্রসঙ্গে বলেন, 'আমাদের সব দাবিই পূর্ণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। লিখিত প্রতিশ্রুতিও পর্যন্ত দিয়েছেন। আমাদের মূল দাবি ছিল বেতন কাঠামো–সহ পার্শ্বশিক্ষকদের পূর্ণশিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। শিক্ষামন্ত্রীর কথায় আমরা আশাবাদী। সরকারের প্রতি আস্থা রেখে আমরা আমাদের ২৮ দিনের অনশন ও ৩২ দিনের সামগ্রিক কর্মসূচি স্থগিত রাখছি। আমরা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে প্রতিশ্রুতি পূর্ণ না হলে সমস্ত সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"
এবার পার্শ্বশিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারে সরকার। তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। সূত্রের খবর, দ্রুত নবান্নে পার্শ্বশিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে পার্শ্বশিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ওই সূত্রের দাবি।
ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ এই প্রসঙ্গে বলেন, 'আমাদের সব দাবিই পূর্ণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। লিখিত প্রতিশ্রুতিও পর্যন্ত দিয়েছেন। আমাদের মূল দাবি ছিল বেতন কাঠামো–সহ পার্শ্বশিক্ষকদের পূর্ণশিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। শিক্ষামন্ত্রীর কথায় আমরা আশাবাদী। সরকারের প্রতি আস্থা রেখে আমরা আমাদের ২৮ দিনের অনশন ও ৩২ দিনের সামগ্রিক কর্মসূচি স্থগিত রাখছি। আমরা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে প্রতিশ্রুতি পূর্ণ না হলে সমস্ত সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"
এবার পার্শ্বশিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারে সরকার। তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। সূত্রের খবর, দ্রুত নবান্নে পার্শ্বশিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে পার্শ্বশিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ওই সূত্রের দাবি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন