বেতন কাঠামোর দাবিতে বিকাশ ভবনের সামনে চলছে পার্শ্বশিক্ষকদের আন্দোলন। এবার সেই আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। আর এবার সেই আন্দোলনের আঁচ ইতোমধ্যেই পৌঁছেছে বিধানসভার অন্দরে।
যার জেরে সোমবার ফের একবার বিরোধী বাম শিবিরের তরফে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতির চাওয়া হয়। কিন্তু সেই বিষয়ে শিক্ষামন্ত্রী কোনও রকম বিবৃতি দেন নি। আর তার জেরে উত্তাল হয়ে ওঠে বিধানসভার অন্দর।
বাম বিধায়ক জাহানারা খান ও সুজিত চক্রবর্তী পার্শ্বশিক্ষকদের আন্দোলন ইস্যুতে শিক্ষামন্ত্রীর বিবৃতি না দেওয়ায় মুলতুবি প্রস্তাব আনেন। যদিও সেই প্রস্তাব প্রথম ভাগে গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এদিন সুজন চক্রবর্তী বলেন, পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বিধানসভাকে অবগত করে সরকারের একটি বিবৃতি দেওয়ার সাহস নেই। মন্ত্রী চুপ করে বসে থাকলেন। তিনি আরও বলেন, সরকার এই ভাবে চুপ করে থাকলে অধিবেশন চলতে দেওয়া হবে না। মুলতুবি প্রস্তাব পেশ করা হবে।
বাম বিধায়ক জাহানারা খান ও সুজিত চক্রবর্তী পার্শ্বশিক্ষকদের আন্দোলন ইস্যুতে শিক্ষামন্ত্রীর বিবৃতি না দেওয়ায় মুলতুবি প্রস্তাব আনেন। যদিও সেই প্রস্তাব প্রথম ভাগে গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এদিন সুজন চক্রবর্তী বলেন, পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বিধানসভাকে অবগত করে সরকারের একটি বিবৃতি দেওয়ার সাহস নেই। মন্ত্রী চুপ করে বসে থাকলেন। তিনি আরও বলেন, সরকার এই ভাবে চুপ করে থাকলে অধিবেশন চলতে দেওয়া হবে না। মুলতুবি প্রস্তাব পেশ করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন