আলোচনায় মোটামুটি সন্তুষ্ট আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা। যদিও আন্দোলন এখনই প্রত্যাহার করা হবে কিনা তা জানা যায় নি। আজ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা। তারপরই বিজয় উৎসবের ভাবনা।
রাজ্য সরকার আগেই জানায়, পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়াকে সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।
টাকার অভাবেই দাবি মতো পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামোয় আনা যাচ্ছে না। এদিনও বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ইতিবাচক বার্তাই পেয়েছেন আন্দোলনকারীরা। জানিয়েছেন, 'রাজ্যের শিক্ষামন্ত্রীর বার্তায় আমরা খুশি। সরকার সময় চেয়েছে। আর তা না হলে আন্দোলনের রাস্তা তো খোলাই আছে।' খোদ শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে আন্দোলনকারী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা আশাবাদী ইতিবাচক সিদ্ধান্তই নেবে সরকার। তবে কি আন্দোলন উঠে যাবে? সদ্য বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীরা জানালেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। তবে দ্রুত জানিয়ে দেওয়া হবে। পার্শ্বশিক্ষকদের দাবি, নির্দিষ্ট বেতন কাঠামোর অন্তর্গত করতে হবে। তাঁদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে। এদিন সেই দাবি মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী।
রাজ্য সরকার আগেই জানায়, পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়াকে সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন