লাভপুর গণ-হত্যাকাণ্ডের চার্জশিটে নাম জড়িয়েছে মুকুল রায়ের। এই ঘটনাটি ঘটে ২০১০ সালের ৪ জুলাই।
সালিশি-সভার নাম করে ডেকে নিয়ে গিয়ে লাভপুরের নবগ্রামে খুন করা হয় তিন ভাইকে। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন নিহতদের পরিবার। যদিও কোনও এক অজানা কারণে তাঁর নাম ছিল না চার্জশিটে। পরে হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার পুনরায় তদন্ত শুরু হওয়ার পর চার্জশিটে নাম জড়ায় মনিরুল ও মুকুল রায়ের।
এই চার্জশিটের ভিত্তিতেই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন বিজেপি নেতা মুকুল রায়। সেই আবেদন সম্পর্কে আদালত জানিয়ে দেয়, এই আবেদন ত্রুটিপূর্ণ, গ্রহণ করা যাবে না।
এই চার্জশিটের ভিত্তিতেই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন বিজেপি নেতা মুকুল রায়। সেই আবেদন সম্পর্কে আদালত জানিয়ে দেয়, এই আবেদন ত্রুটিপূর্ণ, গ্রহণ করা যাবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন