ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ভার্জিল ভন ডিককে হারিয়ে এবারও ব্যালন ডি'ওর জিতলেন লিওনেল মেসি। স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনার স্ট্রাইকারের হাতে পুরস্কার তুলে দিলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।
এই নিয়ে মোট ৬ বার ব্যালন ডি'ওর পেলেন মেসি। আর এই জয়ের সঙ্গেই টপকে গেলেন পাঁচবার ব্যালন ডি'ওর জেতা সিআর সেভেনের রেকর্ড। তিন বছর পর আবার এবছরই ব্যালন ডি'ওর জিতলেন মেসি। পুরস্কার গ্রহণের পর মেসি বললেন, ' প্রায় ১০ বছর হল, যখন প্যারিসে আমি প্রথমবার ব্যালন ডি'ওর জিতেছিলাম। তখন আমি আমার তিন দাদার সঙ্গে এখানে এসেছিলাম। আমার ২২ বছর বয়স ছিল আর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তা আমার কাছে সম্পূর্ণ অজানা ছিল। আমি মনে করি আমার ফুটবলকে উপভোগ করার জন্য আরও বেশ কয়েক বছর আছে। আমি নিজের বয়স সম্পর্কে সচেতন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন