বিধানসভা নির্বাচনের মধ্যে ঝাড়খণ্ড বিজেপি–তে বড় ভাঙন। দল ছাড়লেন রাজ্য বিজেপি–র মুখপাত্র প্রবীণ প্রভাকর। যোগ দিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল ন্যাশনালিস্ট পিপলস পার্টি–তে। ওই দলের হয়েই নালা কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি।
রবিবার মেঘালয়ের শাসক দলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে ন্যাশনালিস্ট পিপলস পার্টি–তে যোগ দেন প্রভাকর।
শেষ ৫ বছরে ঝাড়খণ্ডের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রভাকরই ছিলেন বিজেপি–র মুখ। এছাড়াও তাঁর উপর ছিল আরও কিছু দায়িত্ব। নতুন দলে যোগ দিয়ে প্রভাকর বলছেন, ঝাড়খণ্ড বিজেপি–র আত্মসমীক্ষার সময় এসেছে। এর আগেই ঝাড়খণ্ডে বিজেপি–র সঙ্গে আঁতাত ভেঙেছে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।
নির্বাচনের মুখে টিকিট নিয়ে অসন্তোষের জেরে দল ও সরকার ছেড়েছিলেন রঘুবর দাস মন্ত্রীসভার অভিজ্ঞ সদস্য সরযূ রায়। গারোয়ায় বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা ফাঁকা ছিল। অমিত ওই কেন্দ্রের প্রার্থী সত্যেন্দ্র ত্রিপাঠীকে প্রকাশ্যে এই নিয়ে ধমক দিয়েছেন। তিনি বলেছিলেন, 'মাত্র ১৫ হাজার সমর্থকের উপস্থিতি আপনাকে আবার জিতিয়ে বিধায়ক করতে পারবে না। আমি ২০১৪–তে বিজেপি সমর্থকদের মধ্যে যে উৎসাহ দেখেছি, এখন দেখছি না। উপস্থিত সমর্থকদের প্রত্যেককে অন্তত ৫০ জনকে ফোন করতে বলুন। সমর্থন চাইতে বলুন। তবেই জিতবেন।'
শেষ ৫ বছরে ঝাড়খণ্ডের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রভাকরই ছিলেন বিজেপি–র মুখ। এছাড়াও তাঁর উপর ছিল আরও কিছু দায়িত্ব। নতুন দলে যোগ দিয়ে প্রভাকর বলছেন, ঝাড়খণ্ড বিজেপি–র আত্মসমীক্ষার সময় এসেছে। এর আগেই ঝাড়খণ্ডে বিজেপি–র সঙ্গে আঁতাত ভেঙেছে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।
নির্বাচনের মুখে টিকিট নিয়ে অসন্তোষের জেরে দল ও সরকার ছেড়েছিলেন রঘুবর দাস মন্ত্রীসভার অভিজ্ঞ সদস্য সরযূ রায়। গারোয়ায় বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা ফাঁকা ছিল। অমিত ওই কেন্দ্রের প্রার্থী সত্যেন্দ্র ত্রিপাঠীকে প্রকাশ্যে এই নিয়ে ধমক দিয়েছেন। তিনি বলেছিলেন, 'মাত্র ১৫ হাজার সমর্থকের উপস্থিতি আপনাকে আবার জিতিয়ে বিধায়ক করতে পারবে না। আমি ২০১৪–তে বিজেপি সমর্থকদের মধ্যে যে উৎসাহ দেখেছি, এখন দেখছি না। উপস্থিত সমর্থকদের প্রত্যেককে অন্তত ৫০ জনকে ফোন করতে বলুন। সমর্থন চাইতে বলুন। তবেই জিতবেন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন