নাগরিকত্ব বিল পাশ হওয়ার পরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ-ও বদলে যেতে চলেছে। বিজেপি ছাড়তে চলেছেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।
শক্তিপুরের বাড়িতে বসে বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, "যে দলেই থেকেছি মুর্শিদাবাদের মানুষ আমায় ভালবেসে পাশে থেকেছেন। কিন্তু নাগরিকত্ব বিল সেই সব মানুষের স্বার্থে আঘাত করেছে। তাই বিজেপি-তে আর থাকব না।"
এক সময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। পরে তৃণমূলে নাম লিখিয়ে ছিলেন হুমায়ুন। যোগ দিয়েই পেয়েছিলেন মন্ত্রিত্ব। তবে দল বিরোধী কাজ করায় তাঁকে ছেঁটে ফেলেছিল তৃণমূল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীর কাছে। পরের বছরে পুরনো দল কংগ্রেসে ফিরলেও ২০১৮ সালে ফের দল বদলে যোগ দেন বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থীও হয়েছিলেন এবং সব হিসেব উল্টে দিয়ে সংখ্যালঘু ভোটের সিংহভাগই নিজের ভোট বাক্সে টেনে এনেছিলেন বলে বিজেপির একটা বড় অংশের দাবি।
এক সময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। পরে তৃণমূলে নাম লিখিয়ে ছিলেন হুমায়ুন। যোগ দিয়েই পেয়েছিলেন মন্ত্রিত্ব। তবে দল বিরোধী কাজ করায় তাঁকে ছেঁটে ফেলেছিল তৃণমূল। ২০১৬-র বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীর কাছে। পরের বছরে পুরনো দল কংগ্রেসে ফিরলেও ২০১৮ সালে ফের দল বদলে যোগ দেন বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থীও হয়েছিলেন এবং সব হিসেব উল্টে দিয়ে সংখ্যালঘু ভোটের সিংহভাগই নিজের ভোট বাক্সে টেনে এনেছিলেন বলে বিজেপির একটা বড় অংশের দাবি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন