এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় রকমের সাফল্য পায় বিজেপি। আর এর পর থেকে বহু তৃণমূল কর্মী নাম লিখিয়েছেন বিজেপিতে। যদিও অনেকটা সময় গড়াতেই অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে।
এবার ৩ কেন্দ্রের উপনির্বাচনে বড় ব্যবধানে হারে বিজেপি। হারের পর বিজেপির অনেক নেতাই তৃণমূলে ফেরার চেষ্টা করছে। অনেকে আবার বিজেপি ছাড়ার হুমকি পর্যন্ত দিচ্ছেন। এদের মধ্যে অন্যতম হলেন, মুর্শিদাবাদের হুমায়ুন কবীর।
এক সূত্রের খবর, ইতিমধ্যে হুমায়ুন কবীরের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। তিনি তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন বলে জানা গিয়েছে। একদা হুমায়ুন কবীর কংগ্রেস হেভি-ওয়েট নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন এলাকায়। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দেন। পরে তিনি মন্ত্রী হন। সেখান থেকে ফের কংগ্রেসে ফেরেন। পরে বিজেপিতে নাম লেখান।
ওই সূত্রের দাবি, হুমায়ুন করীরের অভিযোগ করেছেন, ঔদ্ধত্যের জন্য বিজেপির এই হার। দলের জেলা ও রাজ্য নেতাদের জন্য এমন পরিস্থিতি তৈরি হল। তিনি আরও অভিযোগ করেন, তাঁর মাথার উপর অযোগ্য নেতাদের বসানোর চেষ্টা করা হয়েছে। এমনকি তিনি দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ পর্যন্ত করেছেন। যদিও এই দল বদন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন নি হুমায়ুন কবীর।
এক সূত্রের খবর, ইতিমধ্যে হুমায়ুন কবীরের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। তিনি তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন বলে জানা গিয়েছে। একদা হুমায়ুন কবীর কংগ্রেস হেভি-ওয়েট নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন এলাকায়। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগ দেন। পরে তিনি মন্ত্রী হন। সেখান থেকে ফের কংগ্রেসে ফেরেন। পরে বিজেপিতে নাম লেখান।
ওই সূত্রের দাবি, হুমায়ুন করীরের অভিযোগ করেছেন, ঔদ্ধত্যের জন্য বিজেপির এই হার। দলের জেলা ও রাজ্য নেতাদের জন্য এমন পরিস্থিতি তৈরি হল। তিনি আরও অভিযোগ করেন, তাঁর মাথার উপর অযোগ্য নেতাদের বসানোর চেষ্টা করা হয়েছে। এমনকি তিনি দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ পর্যন্ত করেছেন। যদিও এই দল বদন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন নি হুমায়ুন কবীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন