এবার থেকে কর্পোরেট হচ্ছে রাজ্য সরকারি অফিস। বেসরকারি অফিসের ধাঁচে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম(HRMS)। সরকারি অফিসের সমস্ত কর্মচারীদের জন্য চালু হচ্ছে ইউনিফর্ম E-সার্ভিস বুক।
কাগজের সার্ভিস-বুক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে অবসরের পর সমস্যায় পড়েন সরকারি কর্মচারীরা। পেনশন পেতেও ঝক্কি পোহাতে হয় সরকারি কর্মীদের। সে কথা মাথায় রেখেই এবার ডিজিটাইজেশনে জোর। এবার থেকে ছুটির দরখাস্তও করতে হবে অন লাইন HRMS-এর মাধ্যমে। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নয়া কর্পোরেট ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন