এবার হাওড়া ও শিয়ালদা রেল স্টেশনে নিরাপত্তা বাড়াতে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে পূর্ব রেল। ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
রেল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিসিটিভি বদল করে নতুন সিসিটিভি বসানোর কাজ। বসান হয়েছে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর। চলতি অর্থ-বর্ষে পুরোমাত্রায় আইএসএস চালু হয়ে গেছে এই দুটি স্টেশনেই।
দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল হাওড়া রেল স্টেশন। যেখানে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাফেরা করে। প্রতিদিন যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে এই স্টেশনের আধুনিকীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল হাওড়া রেল স্টেশন। যেখানে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাফেরা করে। প্রতিদিন যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে এই স্টেশনের আধুনিকীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন