রাজ্য ও রাজ্যপাল দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। একাধিক বিলে অনুমোদন দেননি রাজ্যপাল। আর তাই রাজভবনেই আটকে রয়েছে বিলগুলি। এই অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে নজিরবিহীন-ভাবে বিধানসভাতেই 'গো-ব্যাক' স্লোগান দিলেন তৃণমূল বিধায়করা।
বিধানসভার কক্ষের বাইরে প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে মিছিল করে আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান দলের বিধায়করা। এর পাশাপাশি এদিন রাজ্যপালের অপসারণের দাবিতে রাজ্যসভায় সরব হলেন তৃণমূল সাংসদরা। অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান ডেরেক ও'ব্রায়েন, শুখেন্দুশেখর রায়রা।
সম্প্রতি এই কারণে দু-দিনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। এদিন বিধানসভায় এস-এসটি বিল পেশ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় আজই শেষ করতে হচ্ছে বিধানসভার অধিবেশন। এই কারণে ক্ষুব্ধ শাসকদল তৃণমূল। গণপিটুনি প্রতিরোধ বিলেও সম্মতি দেননি রাজ্যপাল। যার ফলে এখনই ওই বিলটি আইনে পরিণত করা যাচ্ছে না। আর তাই রাজ্যপালের রাজনীতি করছেন বলে অভিযোগে তৃণমূলের।
সম্প্রতি এই কারণে দু-দিনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। এদিন বিধানসভায় এস-এসটি বিল পেশ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় আজই শেষ করতে হচ্ছে বিধানসভার অধিবেশন। এই কারণে ক্ষুব্ধ শাসকদল তৃণমূল। গণপিটুনি প্রতিরোধ বিলেও সম্মতি দেননি রাজ্যপাল। যার ফলে এখনই ওই বিলটি আইনে পরিণত করা যাচ্ছে না। আর তাই রাজ্যপালের রাজনীতি করছেন বলে অভিযোগে তৃণমূলের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন