শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে হবু শিক্ষকদের দায়ের করা মামলাতে ফের বড় ধাক্কা খেল কমিশন বা রাজ্য সরকার। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, শিক্ষক নিয়োগের অনিয়মের ব্যাখ্যা চাইল আদালত।
স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ ও নবম-দশমের শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলা করেন ১৯ জন পরীক্ষার্থী। তাদের দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কমিশনকে রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে। ১৬ ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।
আজকের আদালতের এই নির্দেশের পরে শিক্ষক নিয়োগ নিয়ে আরও যে সব মামলা আদালতে ঝুলছে সেখানে কমিশনের অনিয়ম প্রমাণ করা অনেকটাই সহজ হয়ে গেল। এমনটাই মনে করছেন আইনজীবীরা। বিশেষ করে আপারের মেধা তালিকা নিয়ে অনিয়ম করেছে কমিশন। এই মামলার শুনানির দিন আছে চলতি মাসে। আর ওই দিন আজকের আদালতের দেওয়া নির্দেশের উদাহরণ টেনে আপারের দুর্নীতি প্রমাণ করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর এর ফলে আপারের নিয়োগ প্রক্রিয়া আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। এখন দেখার আপারের মেধাতালিকা নিয়ে কি সিদ্ধান্ত নেয় আদালত। আর সেই দিকে তাকিয়ে আপারের পরীক্ষার্থীরা।
আজকের আদালতের এই নির্দেশের পরে শিক্ষক নিয়োগ নিয়ে আরও যে সব মামলা আদালতে ঝুলছে সেখানে কমিশনের অনিয়ম প্রমাণ করা অনেকটাই সহজ হয়ে গেল। এমনটাই মনে করছেন আইনজীবীরা। বিশেষ করে আপারের মেধা তালিকা নিয়ে অনিয়ম করেছে কমিশন। এই মামলার শুনানির দিন আছে চলতি মাসে। আর ওই দিন আজকের আদালতের দেওয়া নির্দেশের উদাহরণ টেনে আপারের দুর্নীতি প্রমাণ করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর এর ফলে আপারের নিয়োগ প্রক্রিয়া আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। এখন দেখার আপারের মেধাতালিকা নিয়ে কি সিদ্ধান্ত নেয় আদালত। আর সেই দিকে তাকিয়ে আপারের পরীক্ষার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন