উত্তপ্ত অসম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পুলিশের গুলিতে প্রথমে গুয়াহাটির লাসিত নগরে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।
গুলিবিদ্ধ হন দিপাজ্জল দাস নামে এক আন্দোলনকারী। গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃত দিপাজ্জল দাসের বাড়ি অসমের ছয়গ্রামে। গুয়াহাটির সৈনিক ভবনের ক্যান্টিনের কর্মী ছিলেন তিনি।
এর পরে গুয়াহাটির হাতিগাঁও এলাকার শঙ্করপথেও গুলি চালিয়েছে পুলিশ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। মৃত্যু হয় আরেক আন্দোলনকারীর। গুয়াহাটির বৈশিষ্ট্যর নতুন বাজারেও গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই নিয়ে মোট তিন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রথমে লাসিত নগর, তারপর হাতিগাঁও এলাকার শঙ্করপথ ও সব শেষে বৈশিষ্টর নতুন বাজারে মৃত্যু হল আন্দোলনকারীর। এই উত্তপ্ত পরিস্থিতিতে অসমের আইন-শৃঙ্খলার বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে।
এর পরে গুয়াহাটির হাতিগাঁও এলাকার শঙ্করপথেও গুলি চালিয়েছে পুলিশ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। মৃত্যু হয় আরেক আন্দোলনকারীর। গুয়াহাটির বৈশিষ্ট্যর নতুন বাজারেও গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই নিয়ে মোট তিন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রথমে লাসিত নগর, তারপর হাতিগাঁও এলাকার শঙ্করপথ ও সব শেষে বৈশিষ্টর নতুন বাজারে মৃত্যু হল আন্দোলনকারীর। এই উত্তপ্ত পরিস্থিতিতে অসমের আইন-শৃঙ্খলার বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন