রাজ্য সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত মামলাটি আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে শুনানির জন্য ওঠে। দুটি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। দুটিরই শুনানি হয় সোমবার। স্যাট গত ২৬ জুলাই ডিএ মামলায় রায় দেয়।
সেই রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়েছে। অন্যদিকে ডিএ মামলার মূল আবেদনকারী রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে স্যাটের ২৬ জুলাইয়ের নির্দেশ কার্যকর না করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। আজ অ্যাডভোকেট জেনারেলের সওয়ালের পর রাজ্যের আবেদন গ্রহণ করল স্যাট, আদালত অবমাননার মামলা থেকে আপাতত রেহাই রাজ্যের।
স্যাট রাজ্যকে নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে হবে। আর তাই তিন মাসের মধ্যে নীতি নির্ধারণের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়। স্যাটে নির্দেশ দেয়, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্যকে। ডিএ মামলায় রাজ্যের হার হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে। ষষ্ঠ কমিশন বা একবছরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া। এর পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা হবে, তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট। স্বভাবতই এই রায়ে খুশি হয় রাজ্য সরকারি কর্মীরা।
কিন্তু এ দিনের রায়ে স্যাট জানায়, কী ভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব। নগদ অথবা পিএফ-এর মাধ্যমে বকেয়া ডিএ দেওয়া যেতে পারে। কনজিউমার প্রাইস ইনডেক্স মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। যদিও এই দুই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে আগামী ৮ জানুয়ারি।
স্যাট রাজ্যকে নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে হবে। আর তাই তিন মাসের মধ্যে নীতি নির্ধারণের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়। স্যাটে নির্দেশ দেয়, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্যকে। ডিএ মামলায় রাজ্যের হার হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে। ষষ্ঠ কমিশন বা একবছরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া। এর পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা হবে, তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট। স্বভাবতই এই রায়ে খুশি হয় রাজ্য সরকারি কর্মীরা।
কিন্তু এ দিনের রায়ে স্যাট জানায়, কী ভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব। নগদ অথবা পিএফ-এর মাধ্যমে বকেয়া ডিএ দেওয়া যেতে পারে। কনজিউমার প্রাইস ইনডেক্স মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। যদিও এই দুই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হবে আগামী ৮ জানুয়ারি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন