বোর্ড সদস্যদের সমর্থন ছিল না তাঁর দিকে। এই অভিযোগে তিন বছর আগে টাটা মোটর্সের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে। বুধবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল রায় দিল, ওই পদটি তাঁকে ফের ফিরিয়ে দিতে হবে।
এর পাশাপাশি কোর্ট জানিয়েছে, তিনি এখনই পুরানো পদ ফিরে পাবেন না।
আরও চার সপ্তাহ সময় লাগবে। আর তার পরে ফের তিনি টাটা মোটর্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। ওই সময়ের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে টাটা মোটর্স আপিল করতে পারবে। সাইরাস মিস্ত্রিকে পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরন নামে এক ব্যক্তিকে টাটা মোটর্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে বসান হয়ে ছিল।
ট্রাইব্যুনাল বলেছে, তাঁর নিয়োগ অবৈধ।
সাইরাস মিস্ত্রিকে যখন টাটা মোটর্সের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল, তখন রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা কর্পোরেট মহলে। সাইরাস মিস্ত্রি বর্তমানে শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ১৯৯১ সালে তিনি ওই সংস্থায় ডিরেক্টর হিসাবে তিনি ওই পদে যোগ দিয়ে ছিলেন।
সাইরাস মিস্ত্রিকে যখন টাটা মোটর্সের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল, তখন রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা কর্পোরেট মহলে। সাইরাস মিস্ত্রি বর্তমানে শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ১৯৯১ সালে তিনি ওই সংস্থায় ডিরেক্টর হিসাবে তিনি ওই পদে যোগ দিয়ে ছিলেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন