এদিনও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে তোলপাড় অসমের একাধিক এলাকা। বিক্ষোভ গোটা রাজ্যের ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার রাতে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় বিলটি পাস হয়ে গেলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সে দেশের সংখ্যালঘুরা এদেশে ৫ বছর থাকলেই নাগরিকত্ব পেয়ে যাবেন। এই সিদ্ধান্ত মানতে নারাজ দেশের একটা বড় অংশ। মঙ্গলবার অসমের ডিব্রুগড়, জোড়হাটে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছে মানুষজন। সকাল থেকেই জোরহাট, বঙ্গাইগাঁওয়ে বিক্ষোভ শুরু হয়েছে। অশান্তি হতে পারে এই ভেবে, অসমে বাতিল করা হয়েছে একাধিক পরীক্ষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন