ফের কেন্দ্র ও রাজ্য সংঘাত। পণ্য ও পরিষেবা কর নিয়ে এই বিতর্কের শুরু। প্রায় ৩ মাস ধরে জিএসটি বাবদ রাজ্য সরকারের প্রাপ্য অংশ কেন্দ্রীয় সরকার বকেয়া রেখে দিয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
তাঁর কথা অনুসারে, জিএসটি-র ভাগ বকেয়া থাকায় আটকে যাচ্ছে রাজ্যের উন্নয়নের কাজ।
অমিত মিত্র এদিন বলেন,"জিএসটি ও আয়কর বাবদ রাজ্য থেকে টাকা নিয়ে যায় কেন্দ্রের সরকার। এটাই নিয়ম। কিন্তু তার ৪০ শতাংশ ফেরত দেওয়ার কথা। অথচ ৩ মাস ধরে সেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের ২২০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। চলতি মাসে ভাগের অর্থ না পাঠালে বকেয়া পৌঁছবে ৩ হাজার কোটি টাকায়। ১৮ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে ব্যাপারটা জানান হবে।''
অমিত মিত্র এদিন বলেন,"জিএসটি ও আয়কর বাবদ রাজ্য থেকে টাকা নিয়ে যায় কেন্দ্রের সরকার। এটাই নিয়ম। কিন্তু তার ৪০ শতাংশ ফেরত দেওয়ার কথা। অথচ ৩ মাস ধরে সেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের ২২০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। চলতি মাসে ভাগের অর্থ না পাঠালে বকেয়া পৌঁছবে ৩ হাজার কোটি টাকায়। ১৮ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে ব্যাপারটা জানান হবে।''
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন