বাঙালি সাজে আন্তর্জাতিক মঞ্চে সস্ত্রীক বঙ্গ সন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নোবেল পেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, স্ত্রী এস্থার দুফলো ও মাইকেল ক্রেমার।
অমর্ত্য সেনের পর নোবেল পেলেন আর এক বাঙালি। চলতি বছর অর্থনীতিতে নোবেলপ্রাপক হিসেবে ঘোষণা হয়েছিল, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার দুফলো ও সহযোগী গবেষক মাইকেল ক্রেমারের নাম। সেই বিশেষ মুহূর্ত এল মঙ্গলবার সুইডেনের স্টকহোম শহরে। ধুতি ও পঞ্জাবি পরে হাজির অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বামীর সঙ্গে শাড়ি পরেছিলেন ফরাসী এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। অভিজিৎ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দান করবেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন