চলতি বছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের বিধানসভায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব দেওয়া হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে গবেষণার জন্য অভিনন্দন জানান হয়েছে ওই প্রস্তাবে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরও প্রস্তাব পেশ করেছেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বিধানসভার পাঠাগারে রাখার ব্যাপারে। কংগ্রেস বিধায়ক অসিত মিত্র বিধানসভার পক্ষে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করার প্রস্তাব রাখেন। তাঁর প্রস্তাব সমর্থন করেন বিধানসভার স্পিকার।
এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার সিদ্ধান্ত নিয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হবে। আমরা বিধানসভার পক্ষ থেকেও তাঁকে সম্মানিত করব।"
এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার সিদ্ধান্ত নিয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হবে। আমরা বিধানসভার পক্ষ থেকেও তাঁকে সম্মানিত করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন