নতুন বছর শুরুর আগেই পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় করতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রাজ্যের সমস্ত পুলিশ কর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করবেন তিনি।
নবান্নের ১৪ তলার কনফারেন্স রুম থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনের কর্তারা।
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এবং আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ অনেক দিন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে আগেই পুলিশ প্রশাসনকেও সতর্ক করেছেন তিনি। বেশ কয়েকবার নিজে বৈঠক করে পরিস্থিতি সামাল দিয়েছেন। ডিসেম্বর ও জানুয়ারি এই উৎসবের মাসেও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এবং আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ অনেক দিন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে আগেই পুলিশ প্রশাসনকেও সতর্ক করেছেন তিনি। বেশ কয়েকবার নিজে বৈঠক করে পরিস্থিতি সামাল দিয়েছেন। ডিসেম্বর ও জানুয়ারি এই উৎসবের মাসেও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন