আজ, রবিবার সকাল থেকে বন্ধ থাকছে উল্টোডাঙ্গা উড়ালপুল। মূলত বিবিডি টেস্টের জন্য রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উড়ালপুলে বন্ধ রাখা হবে যান চলাচল। এই খবর জানানো হয়েছে কেএমডিএর তরফে।
কেন এমন সিদ্ধান্ত কেএমডি-র?
শহর কলকাতার বেশ কয়েকটি উড়াল পুল নিয়ে চিন্তায় কেএমডিএ। একথা মাথায় রেখেই তিন মাস অন্তর উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএর বিশেষজ্ঞরা। সেই পরীক্ষাই হবে রবিবার গোটা দিন। কেএমডিএর তরফে জানানো হয়েছে, উড়ালপুল বন্ধ থাকায় বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে।
কেন এমন সিদ্ধান্ত কেএমডি-র?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন