তৃণমূল ছাড়লেই পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা! লোকসভাতে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পাল্টা জবাব, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা-নেত্রীদের নিরাপত্তা দরকার।
এটা শুনে রে রে করে ওঠেন তৃণমূল সাংসদরা।
বুধবার এসপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্কে বেশ উত্তপ্ত ছিল লোকসভার অধিবেশন। গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই খড়গহস্ত ছিল কংগ্রেস। এই বিতর্কের মধ্যে বাংলায় বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তোলেন লোকসভায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সিআরপিএফ নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তৃণমূল সাংসদ। এর পরে জবাবি ভাষণে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে বিজেপি নেতা-নেত্রীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতেই হবে।
বুধবার এসপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্কে বেশ উত্তপ্ত ছিল লোকসভার অধিবেশন। গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই খড়গহস্ত ছিল কংগ্রেস। এই বিতর্কের মধ্যে বাংলায় বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তোলেন লোকসভায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সিআরপিএফ নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তৃণমূল সাংসদ। এর পরে জবাবি ভাষণে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে বিজেপি নেতা-নেত্রীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতেই হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন