ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে রাজ্যের ডিগ্রি কলেজ, বিএড কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজগুলিতে ১৭১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে চলেছে।
১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাব মতন সব সুযোগ সুবিধা পাবেন। ইচ্ছুক প্রার্থীকে ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্টান্ট প্রফেসরের ক্ষেত্রে ভাল অ্যাকাডেমিক রেকর্ড সঙ্গে ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল। আবেদনের ফি ২১০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অফলাইনেও ফি জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা। যদিও তপশিলি শ্রেণির প্রার্থীদের ফি দিতে হবে না। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। http://pscwbapplication.in/ এই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আরও বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন