ফের বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত শুনানি ছিল আদালতে। সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতির বেঞ্চ এই পুলিশ অফিসারের বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দেয়। এই নোটিশ জারি করা নিয়ে প্রধান বিচারপতি বলেন, তিনি ফেরার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে।
সারদা মামলায় রাজীব কুমারের জামিন খারিজের বিরোধিতা করে সিবিআই।
এদিন শীর্ষ আদালতে ওই মামলার শুনানি ছিল। সওয়াল-জবাবের শুরুতেই সিবিআইয়ের আইনজীবী জানান যে প্রয়োজনে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে। কারণ, আগে একাধিকবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার জন্য সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। এমনকি তিনি দীর্ঘদিন ফেরার ছিলেন। এই যুক্তি পেশ করে সিবিআই রাজীবের জামিনের বিরোধিতা করে।
সিবিআই আইনজীবীর সওয়াল শেষে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে আইপিএস অফিসারের বিরুদ্ধে নোটিশ জারি করার অনুমতি দেয়। একি সাথে প্রধান বিচারপতি সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে রাজীব কুমারকে গ্রেফতার বা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য উপযুক্ত তথ্যপ্রমাণ শীর্ষ আদালতে দ্রুত পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
সারদা মামলায় রাজীব কুমারের জামিন খারিজের বিরোধিতা করে সিবিআই।
সিবিআই আইনজীবীর সওয়াল শেষে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে আইপিএস অফিসারের বিরুদ্ধে নোটিশ জারি করার অনুমতি দেয়। একি সাথে প্রধান বিচারপতি সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে রাজীব কুমারকে গ্রেফতার বা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য উপযুক্ত তথ্যপ্রমাণ শীর্ষ আদালতে দ্রুত পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন